স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়ন ৩নং ওয়ার্ডের মেম্বার বিল্লাল হোসেন দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে উপজেলার বিভিন্ন স্থানে মাটি কেঁটে আসছিল।
সোমবার রাতে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে জানতে পেরে অভিযান পরিচালনা করেন লালমাই উপজেলার নির্বাহী অফিসার ও এক্সিকিউটিব ম্যাজিস্টেট মোঃ হেলাল উদ্দিন চৌধুরী। এসময় উপজেলার শানিচোঁ এলাকায় মাটিবাহী একটি ট্রাক আটক করা হয়। পরে মাটি দালাল মেম্বার বিল্লালকে ১লক্ষ টাকা এবং ড্রাম ট্রাক ড্রাইভার মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হেলাল চৌধুরী বলেন, অবৈধ মাটি কাঁটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com