লালমাইয়ের হরিশ্চর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা: নিষিদ্ধ পলিথিন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ,১৪ হাজার টাকা জরিমানা।
২০ মে মঙ্গলবার লালমাই উপজেলার হরিশ্চর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারজানা আকতার।
অভিযানকালে বাজারের চারটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং মেয়াদোত্তীর্ণ খাবার ও কসমেটিকস পণ্য ধ্বংস করা হয়। এসময় দোকানের মালিক, কর্মচারী ও উপস্থিত ক্রেতাসাধারণকে এসব বিষয়ে সতর্ক করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এবং পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ অনুযায়ী চারটি মামলায় মোট ১৪,০০০/- (চৌদ্দ হাজার টাকা) জরিমানা করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com