-গাজী মামুন(বিশেষ প্রতিনিধি)
-অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ- এই বিশ্বাসকে লালন করে কুমিল্লার লালমাইয়ে নানা আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাগমারা বাজারে মঙ্গল শোভাযাত্রা, ধর্মীয় ভাবগাম্ভীর্য, আলোচনা সভা, আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমীর দিনটি পালন করা হয়। শুরুতে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ যুব ঐক্য পরিষদ লালমাই উপজেলা শাখার সদস্যরা। পরে বাগমারা শ্রী শ্রী বিশ্বাম্বর গোস্বামীর আশ্রম প্রাঙ্গণ থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভায় অংশ নেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা, লালমাই থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম, প্রধান ধর্মীয় আলোচক অধ্যাপক নারায়ণ চক্রবর্তী, সমাজ সেবক ও ব্যবসায়ী আর.ডি রনি, পূজা উদযাপন পরিষদের আহবায়ক চন্দন মজুমদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি জোতিষ সিংহ খোকন, সাধারণ সম্পাদক মানিক মজুমদার, বাবু রতন দে।
জন্মাষ্টমী উদযাপন কমিটির আহবায়ক অমর কৃষ্ণ বনিক মানিকের সভাপতিত্বে এবং সাংবাদিক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব সুমন রায় চৌধুরী।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com