মাসুদ রানাঃ
আজ ৮ই জানুয়ারি কুমিল্লার লালমাই উপজেলার ভূলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রাম বাসির উদ্যোগে ডালব এলইডি কাপের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কে এম সিংহ রতন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহীম খলিল মজুমদার সহ-সভাপতি লালমাই উপজেলা আওয়ামী লীগ,একরামুল হক-চেয়ারম্যান ভূলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদ, রুহুল আমিন সাধারণ সম্পাদক ভূলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, আমির হোসেন সাংগঠনিক সম্পাদক লালমাই উপজেলা আওয়ামী লীগ,
মুজিবুর রহমান মুজিব সদস্য লালমাই উপজেলা আওয়ামী লীগ, হুমায়ুন কবির মজুমদার-সদস্য লালমাই উপজেলা আওয়ামী লীগ, কাজী মেহেদী হাসান বাপ্পি-দপ্তর সম্পাদক লালমাই উপজেলা আওয়ামী লীগ,আবদুল জলিল সওদাগর-চেয়ারম্যান,হাজী আবদুল রশিদ ফাউন্ডেশন, বিল্লাল হোসেন-আহবায়ক ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগ, আবদুল হাকিম -সাবেক মেম্বার আমুয়া, আবদুল আউয়াল বর্তমান মেম্বার আমুয়া, জহিরুল ইসলাম-সাবেক মেম্বার,আমুয়া,আবদুল আজিজ -সিঙ্গাপুরী,আমুয়া এছাড়াও আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খেলায় প্রতিযোগিতা করেছে
আমুয়া ভিক্টোরিয়ান্স(সফি উল্যাহ) বনাম আমুয়া ওয়ারিয়র্স আবদুল হালিম, আমুয়া ভিক্টোরিয়ান্স জয় লাভ করেছে ট্রাইবেকারে মাধ্যমে ৪-৩ গোলে। প্রোগ্রামটি সঞ্চালনা করেন শাহফরান ও রুবেল। প্রধান অতিথির বক্তব্য কে এম সিংহ রতন সকল খেলোয়ার ও আয়োজক বৃন্দদের কে ধন্যবাদ জানান এবং সবশেষে, সুন্দর আয়োজনটি করার জন্য আমুয়া গ্রামবাসির প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com