মাসুদ রানা:
গতকাল ৩১শে জুলাই শুক্রবার কুমিল্লার লালমাই উপজেলায় মাক্স না পড়ে বাজারে প্রবেশ সহ বিভিন্ন দোকানে দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি রাখায় অর্থদণ্ড এবং দুই মাদক সেবীকে আর্থিক জড়িমানা করে জেল হাজতে প্রেরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট) নজরুল ইসলাম।
জানা যায়, লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজে ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী গরু বাজারে মাক্সের ব্যবহার না করায়। বাহার মিয়া নামক একজনকে ৫ শত টাকা, জামাল হোসেনকে ৫ শত টাকা সহ একই ভাবে আরো ৮ জনকে বিভিন্ন ভাবে অর্থদণ্ড দেওয়া হয় এবং পরে বিভিন্ন দোকানে দ্রব্যমূল্য অধিক রাখায় এবং অপরিচন্নতার জন্য আরো ৬ জনকে বিভিন্ন ভাবে অর্থদণ্ডা'দেশ দেওয়া হয়। আবদুল হান্নান ও আবুল হোসেন নামক দুই মাদক সেবীকে বাগমারা (দঃ) ইউনিয়নের পশ্চিম অশ্বতলা থেকে আটক করে নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড করে ৩ মাসের জন্য জেল হাজতে প্রেরণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, নজরুল ইসলাম বলেন মাননীয় অর্থমন্ত্রীর স্বপ্নের উপজেলা লালমাইকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা প্রয়োজন। এবং স্বাস্থবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে সকলকে ঈদুল আযহার নামাজ মসজিদে আদায় করার আহবান জানান তিনি।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com