গাজী মামুন : লালমাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২২ পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের সামনে মানববন্ধন হয়। মানববন্ধন শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি অস্থায়ী কার্যালয়ের চারদিক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস প্রিন্সিপাল চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. মোতাহার হোসেন জুয়েল।
উপজেলা নির্বাহী অফিসার ফোরকান এলাহি অনুপমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব, ছোট শরীফপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন ভূঁইয়া, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফাহমিদা আক্তার প্রমুখ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জুনায়েদ কবির খান, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক সহ অনেকে।
এসময় দুর্নীতি প্রতিরোধে সকলকে কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে সচেষ্ট হওয়ার আহবান জানান বক্তারা।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com