মাসুদ রানা:
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভূলইন (দঃ) ইউনিয়নের আমুয়া গ্রামে কতিপয় শিক্ষিত যুবকের দীর্ঘদিনের চেষ্টায় আমুয়া ছাত্র কল্যাণ সংস্থার সার্বিক সহযোগীতায় নব সূচনা হলো আলোর যাত্রা লাইব্রেরির গতকাল ১২ই জুন বিকাল ৩ টায় করোনা কালীন সময়ে সামাজিক দূরত্ব মেনে আমুয়া গ্রামের এসএস সি পাশ করা সকল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন সম্পর্কে ধারনা এবং শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এই প্রতিপাদ্য বিষয়ে অনুপ্রেরনা দিয়ে পুরষ্কার হাতে তুলে দেয় আলোর যাত্রা লাইব্রেরীর সকল সদস্য এবং অতিথিবৃন্দ গন। এসময় এ+ দারি স্টুডেন্ট পারভেজ ও পূর্ণিমা রানী সিংহ কে পুরষ্কার এবং নগদ অর্থ হাতে তুলে দেন স্থানীয় মেম্বার আবদুল আউয়াল ও ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান। জানা যায়, এই কর্ম সূচির মাধ্যম দিয়ে প্রথম সূচনা হলো আলোর যাত্রা লাইব্রেরীর এসময় উপস্থিত ছিলেন প্রবাসী হালিম, মামুনুর রশিদ হন্জিনিয়ার, সমাজসেবক জাহাঙ্গীর, যুবলীগ নেতা গোলাপ হোসেন, আমির হোসেন, রাখাল চন্দ্র সিংহ প্রমুখ।সবশেষ, অতিথিদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্নজীবনি বইটি তুলেদেন আলোর যাত্রা লাইব্রেরীর পৃষ্টপোষক সদস্য ওমর ফারুক, কাজী মাসুদ রানা, আনোয়ার হোসেন, মাহফুজুল ইসলাম রুবেল।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com