-অনলাইন ডেস্কঃ-
বৈশ্বিক মহামারী নোবেল করোনা আক্রান্ত দিনে দিনে বেড়েই চলছে,আশংকাজনক অবস্থায় রয়েছে লালমাই উপজেলা।
গত ২২, ২৩ ও ২৭শে জুন,২০২০ তারিখে
লালমাই উপজেলায় সংগৃহীত নমুনার
আরও ২৫টির ফলাফল পাওয়া গেছে,
এদের মধ্যে চান বানু এবং কবির হোসেন নামের দুইজন কোভিড১৯ শনাক্ত হয়েছে। বাকিদের ফলাফল নেগেটিভ এসেছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কোভিড১৯ আক্রান্ত বাবুর্চি শহীদ মিয়ার বাড়ি পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামে হওয়ায় তাঁকেও লালমাই উপজেলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এ নিয়ে লালমাই উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৩ জন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি অফিসার কে এম ইয়াসির আরাফাত।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়,
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন গাইডলাইন অনুযায়ী বাগমারা দক্ষিণ ইউনিয়নের এ কে এম তৌহিদের দ্বিতীয় নমুনা পরীক্ষার ফলাফল নিগেটিভ আসায় এবং প্রথম নমুনা সংগ্রহের দিন থেকে আঠারো দিন পার হওয়ায় তাঁকে সুস্থ ঘোষণা করে তাঁর বাড়ির লকডাউন প্রত্যাহার করার জন্য সিভিল সার্জন মহোদয়ের কার্যালয় থেকে উপজেলা প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, এ নিয়ে লালমাই উপজেলায় মোট সুস্থ ০৭ জন।
এ পর্যন্ত লালমাই উপজেলায় মোট ৪৪২টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ৩৯২টির ফলাফল পাওয়া গেছে।
করোনাপজিটিভ সনাক্ত ব্যক্তিরা হোম অাইসোলেশনে অাছেন।
তারা স্বাস্থ্য বিভাগের নিবিড় তত্বাবধানে অাছেন।
এ নিয়ে লালমাই উপজেলায় করোনাপজিটিভ সনাক্ত হয়েছেন ৫৩ জন।
মৃত্যু সংখ্যা দুজন সুস্থ হয়েছেন ০৭ জন।
লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত বলেন, সকলে স্বাস্থ্যবিধি ও সরকারী নির্দেশনা মেনে চলুন।
অন্যকেও মেনে চলতে পরামর্শ দিন।সবাই ঘরের বাইরে বাধ্যতামূলক মাস্ক পরিধান করুন।নিরাপদে থাকুন।মহান অাল্লাহ অামাদের রহম করুন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com