প্রদীপ মজুমদার :
কুমিল্লার লালমাই উপজেলায় কবর কুড়ে কাফনের কাপড় পড়িয়ে চোর সাব্যস্ত করার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার নুরপুর সহ আশপাশের এলাকায় শুরু হয়েছে তোলপাড়। এ নিয়ে ৩০ জুন (বুধবার) ইউএনও ও থানায় অভিযোগ করেন ভুক্তভোগী সোহাগ হোসেন । পুলিশ বিষয়টি তদন্ত করছে।
গত ২৬ জুন উপজেলার বাকই উত্তর ইউনিয়নের নুরপুর গ্রামের মুন্সী বাড়ির প্রবাসী আমিন ও আবদুল ওহাবের নেতৃত্বে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে ও স্হানীয় সূত্রে জানা যায় গত ২৫ জুন প্রবাসী আমিনের ঘর থেকে এক লক্ষ টাকা চুরি হয়। চোর নির্ধারণ করতে যায় কবিরাজের কাছে কবিরাজ তাবিজ দিয়ে বলে যাদের চোর সন্দেহ হয় তাদের কবর কুড়ে কাফনের কাপড় পড়িয়ে কবরে শুইয়ে দিতে যে চোর তার নাকে মুখে রক্ত উঠে মারা যাবে।
অভিযুক্ত ওই সোহেল হোসেনের দাবি, তিনি টাকা চুরির সঙ্গে জড়িত নন। মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে ফাঁসিয়ে মরণখেলায় মেতেছে। আমার সন্মান হানী করেছে তারা। আমি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছি। আমি এই জঘন্য অপরাধের বিচার চাই।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন, অভিযোগ পেয়ে লালমাই থানার অফিসার ইনচার্জকে বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com