-নেকবর হোসেন
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায়১৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৩%।
জেলা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বিকেল ৫টা ৫মিনিট এসব তথ্য নিশ্চিত করেছেন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী ৩১জানুয়ারী বিকেল থেকে ১ লা ফেব্রুয়ারি বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
জেলায় এখন পর্যন্ত ৪১হাজার ৬৩৬জনের করোনা শনাক্ত হয়েছে। আজকের করোনা শনাক্ত কুমিল্লা সিটি ৭৪জন,লাকসাম ০৯জন,বুড়িচং০৪ জন, দাউদকান্দি ০৫জন,সদর দক্ষিণ ০৩জন,আর্দশ সদর০৪ জন, মনোহরগন্জ ০৭ জন,বরুড়া০৩জন, লালমাইয়ে ২ জন,চৌদ্দগ্রাম ১০জন,তিতাস ০৫ জন,মেঘনা০২ জন,হোমনায় ০৩ জন,দেবিদ্বার ০৫জন,চান্দিনা ০১জন।
জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৬৩জন।আজকের মৃত্যু বুড়িচং১জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন৪৯ জন।আজকের সুস্থ কুমিল্লা সিটি ৩১জন,সদর দক্ষিন১৮জন ।এনিয়ে মোট সুস্থ হলেন ৩৮ হাজার ৫৯৩জন হয়েছে।
সিভিল সার্জন মীর মোবারক হোসাইন বলেন,আমরা চেষ্টা করছি জনসচেতনতা বাড়িয়ে কীভাবে সংক্রমণ কমানো যায়। সে লক্ষ্যে প্রতিদিনই কাজ চলছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com