(যখনি ঘটনা তখনি সংবাদ,আজকের লালমাই!"আমরা নিরপেক্ষ নই,সত্য ও ন্যায়ের পক্ষে")
-মোঃনাছির আহাম্মেদ(আজকের লালমাই)
-কুমিল্লা জেলার লালমাই উপজেলায় গাছ পড়ে ঢাকা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের জয়নগর-আলীশ্বর অংশের রাস্তা বন্ধ হয়ে যাওয়াতে (৯৯৯) এ ফোন করার তাৎক্ষণিক করাত নিয়ে হাজির লালমাই থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ আইয়ুব।
বৃহস্পতিবার রাতে ঝড়ের কারনে গাছ পরে রাস্তা বন্ধ হওয়ায় যান চলাচল বাধাগ্রস্ত হয় এই সময় স্থানিয়রা ৯৯৯ এ কল দিলে করাত নিয়ে চলে আসেন লালমাই থানার ওসি আইয়ুব!
এমন একটি ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে!
লালমাই থানার ওসি আইয়ুব বলেন,
বৃহস্পতিবার রাতে ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি আমার থানাধীন জয়নগর নামক স্থানে ঝড়ে গাছ পরে রাস্তা বন্ধ হয়ে আছে,সাথে সাথেই আমি ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তা থেকে গাছ পরিষ্কার করে যান চলাচল সাভাবিক করেছি!
সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলে পুলিশের এমন উদ্যোগের প্রশংসা করেন তারা বলেন আশা করেন
সব ধরনের দুর্যোগে আপনার পাশে থাকবে বাংলাদেশ পুলিশ।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com