-"নারায়ে তাকবির, আল্লাহু আকবার" বাংলাদেশ জিন্দাবাদ "... এই স্লোগান সাভাবিক ভাবে ধর্মীয় স্লোগান হলেও এই স্লোগান ব্যবহার করে ইতোমধ্যে আদালতের মাধ্যমে নিবন্ধন হারানো দল বাংলাদেশ জামায়াতে ইসলামী কিন্তু সম্প্রতি এই স্লোগান আলোচনার এসেছে লালমাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিওতে দেখা যায় আসন্ন লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে আ'লীগের প্রার্থীর প্রচারণার একটি ভিডিও যেখানে ভিডিওর শুরুতে " নারায়ে তাকবির ও শেষে বাংলাদেশ জিন্দাবাদ "স্লোগান ব্যবহার করা হয়েছে।
উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আ'লীগের মনোনীত ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মজুমদারের এক কর্মী ভিডিও এডিট করে সেখানে এই স্লোগান জুড়ে দিয়ে নিজের ফেইজবুক আইডিতে শেয়ার করেছেন যা নিয়ে ইতোমধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে!
বিস্তারিত ভিডিওতে দেখুন....
https://fb.watch/iWauoPm8jS/
[video width="960" height="720" mp4="https://ajker-lalmai.com/wp-content/uploads/2023/02/331328770_734556118301364_8750622744382481488_n.mp4"][/video]
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com