-প্রদিপ মজুমদার (লালমাই)
কুমিল্লার লালমাই উপজেলার উৎসবপদুয়া এলাকায় একটি মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী নিহত হন ১ জন গুরুতর আহত হন।
গতকাল রবিবার দুপুর ১.২০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলো- উপজেলার উৎসবপদুয়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে কুয়েত প্রবাসী রনি (২৫) ও শানিচোঁ গ্রামের হাজী আবুল বাশারের ছেলে ব্যবসায়ী নজরুল ইসলাম (২৭) এবং আহত পেরুল গ্রামের কবীর হোসেন।
লাকসাম রেলস্টেশন মাস্টার সাহাবউদ্দীন জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্রলা এক্সপ্রেস ও ঢাকা থেকে ছেড়ে আসা মহানগর এক্সপ্রেস একই সময় ডবল লাইনে ক্রস করছিলো হরিশ্চর কাশিনগর সড়কের উৎসবপদুয়া মোটরসাইকেল রেল ক্রসিং পার হতে গিয়ে মোটরসাইকেলের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ২ আরোহী ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, ঘটনার পরপরই লাকসাম রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে আসা লালমাই উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান বলেন হরিশ্চর- কাশিনগর একটি ব্যস্ততম সড়কে রেলগেইট না থাকায় প্রায়ই এখানে দূর্ঘটনা ঘটে। তিনি অনতিবিলম্বে রেলগেইট স্হাপনের জন্য রেলওয়ে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com