-রুহুল আমিন(লালমাই সদর)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার ফতেহপুরের সিএনজি মালিক মোঃ আলীর ডাকাতি হওয়া সিএনজি উদ্ধার করেছে লালমাই থানা পুলিশ।
জানা যায়,
গত ২৯ জুন লালমাই বাগমারা এলাকায় থেকে বরুড়া যাবে বলে যাত্রী হিসাবে ওঠে দুই ব্যাক্তি সিএনজি ভাড়া করে, পরে মাঝ পথে ড্রাইভারকে ভয় দেখিয়ে তার থেকে সিএনজি ছিনিয়ে নিয়ে যায়।
পরে বিভিন্ন যায়গা খুঁজাখুঁজি করে ও গাড়িটির সন্ধান না পেয়ে ড্রাইভার সহ লালমাই থানায় অভিযোগ করেন গাড়ির মালিক মোহাম্মদ আলী।
লালমাই থানা পুলিশ পরে ডাইভার কে নিয়ে জিজ্ঞাসা বাদ করা পর জানা যায় গত চার দিন আগে ডাকাতি হওয়া সিএনজি ফেরত দেয়ার প্রতিশ্রুতি দিয়ে ড্রাইভারের মোবাইলে তার কাছ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা দাবী করে ডাকাত পরিচয়ের অজ্ঞাত ব্যাক্তি।
পরে লালমাই থানার মামলার আইও এস আই রহিম বিষয়টি জানার পর বিভিন্ন জায়গায় অভিযান চালায় লালমাই থানা পুলিশ।
আজ ১০ই জুলাই দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আর্দশ সদর থেকে সি এন জি টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার এস আই রহিম।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com