-আজকের লালমাই ডেস্কঃ-
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেলঘর দক্ষিন ইউনিয়নের আজবপুর গ্রামের উত্তর পার্শ্বের মাঠের মাঝখানে ড্রেজার মেসিন দ্বারা মাটি উত্তোলন করছে স্থানীয় একটি মহল।
জানাযায় আজবপুর গ্রামের মমতাজ মিয়ার ছেলে খোরশেদ আলম অধিক টাকা আয়ের লোভ দেখিয়ে এক কৃষকের ছেলেকে ভুল বুঝিয়ে তার ৩০ শতক ফসলি জমিতে ড্রেজার মেসিন বসিয়ে গ্রামের মানুষের কাছে উচ্চ মূল্যে বিক্রির অভিযোগ উঠেছে।
সরজমিন গিয়ে দেখা যায়,
উত্তোলিত মাটি দ্বারা ইতিমধ্যে ৩ একরের মত পুকুর ও ডোবা-নালা ভরাট করা হয়েছে। উদ্বেগের বিষয় হলো ৩০ শতক জমিনের তলদেশ থেকে এত অধিক মাটি উত্তোলনের কারনে জমিনের তলদেশ মাটি শূন্য হওয়ার ফলে তৎসংলগ্ন চার পাশের জমিন ধ্বসে পড়ে বড় আকারের জলাশয় সৃষ্টি হওয়ার আশঙ্কায় রয়েছেন।
ফসলি জমিনে ড্রেজার বসিয়ে মাটি উত্তোলন প্রক্রিয়া বন্ধ করা না হলে ধানি জমির মাঠ সঙ্কোচিত ও ক্ষতিগ্রস্ত হবে,ক্ষতিগ্রস্ত হবে কৃষক সমাজ। বিপর্যয়ে পড়বে জীবন-জীবিকা এবং ভারসাম্যহীন হয়ে পড়বে পরিবেশ।
স্থানীয় জনগন লালমাই উপজেলা প্রশাসনসহ সংশ্লীষ্ট সকল মহলের হস্তক্ষেপ জরুরী বলে মনে করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com