প্রদীপ মজুমদারঃ
কুমিল্লার লালমাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যা ৭.৩০ সোহেল নামে এক স্ মিল শ্রমিক ছুরিকাহত হয়েছে। সে উপজেলার মেহেরকুল দৌলতপুর গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। গত ১৫ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় দৌলতপুর বাজারের পাশে জয়কামতা সড়কে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা যায় , উপজেলার দৌলতপুর জয়কামতায় আবদুল খালেকের ছেলে প্রবাসী শিমুল রাস্তায় সাইকেল চালানোর কারণে স্হানীয় ২/৩ জন যুবকের সাথে মারামারি করে এই ঘটনা জিজ্ঞেস করতে গেলে তর্কবিতর্কে সংঘর্ষ বাঁধে শিমুল ও শাকিল দুই ভাই সোহেলকে মারতে থাকে এরমধ্যে জয়কামতা গ্রামের মোখলেসুর রহমানের ছেলে রিপন তাকে ছুরিকাঘাত করে। রাত সাড়ে ৭টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সোহেলের পরিবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করান। বর্তমানে সোহেল চিকিৎসাধীন অবস্থায় আছেন।
কুমিল্লা টাওয়ার হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কামরুল হাসান জানান, হাসপাতালে আসার পর রোগির শরীরে প্রচুর রক্ত ক্ষরণ হচ্ছিল। ধারনা করা হচ্ছে লিভার অথবা ফুসফুস ফুটো হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে।
এব্যাপারে সোহেলের ভাই রুবেল বাদী হয়ে গতকাল শুক্রবার ১৬ এপ্রিল লালমাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইউব বলেন কি কারণে এ ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। ঘটনা তদন্ত করা হচ্ছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com