নাফিউ জামান
ঐতিহাসিক ৭ই মার্চ ও মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে আজ কুমিল্লার লালমাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব ডিজিটাল ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর কুমিল্লা রিজিয়ন এর আয়োজনে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়।
৭ মার্চ (রবিবার) সকালে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে বেলুন উড়িয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর কুমিল্লা রিজিয়নের কমাণ্ডার হাসান, লালমাই উপজেলার ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম,লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আইয়ুব, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ডাঃ শাহ আলম, উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষকমণ্ডলী, বিভিন্ন দপ্তরের অফিসার, বিভিন্ন প্রতিষ্ঠানের সদস্যবৃন্দসহ স্থানীয় জনপ্রতিনিধি।
ম্যারাথন দৌড় প্রতিযোগিতাটি বাগমারা উচ্চ বিদ্যালয় হতে শুরু হয়ে মনোহরপুর হয়ে উপজেলা পরিষদের সামনে দিয়ে পুনরায় বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
ম্যারাথনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র – শিক্ষক এবং বিভিন্ন ক্রীড়ানুরাগীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।ম্যারাথন শেষে প্রথম ৫জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
উক্ত খেলায় প্রথম স্থান অধিকার করেন পেরুল দক্ষিণ ইউনিয়নের দোশরী চোঁ গ্রামের আলাউদ্দিন। এর আগে সে ২০০২,২০০৩ এবং ২০০৪ সালে আন্তঃস্কুল প্রতিযোগিতায় ম্যারাথনে তৃতীয় স্থান অধিকার করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com