-রুহুল আমিন (লালমাই সদর)
গতকাল লালমাই উপজেলা ভুলইন দক্ষিণ ইউনিয়নের পরতী পূর্ব পাড়ার মৃত্য বজলু রহমানের ছেলে বিএন পি নেতা বিল্লাল হোসেন ওরফে (বিল্লাল হুজুর) কে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ ।
পুলিশ সূত্রে জানাযায়,
বিল্লাল গত ২০০৭-২০০৮ সালের সদর দক্ষিণ থানার একটি মামলার ওয়ারেন্ডভুক্ত পলাতক আসামি। গত কয়েক বছর যাবৎ আসামি বিল্লাল পলাতক ছিলেন।
২৩শে নভেম্বর বিকাল ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে বিল্লাল হুজুরকে তার বাড়ি থেকে গ্রফতার করে লালমাই থানা পুলিশ।
বিল্লাল ভূলইন দক্ষিন ইউনিয়ন বি এন পি নেতা।
পরে ২৪ শে নভেম্বর তাকে কুমিল্লা জেল হাজতে প্রেরন করে লালমাই থানা পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com