রিয়াজ মোর্শেদ মাসুদ :
কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল কুমিল্লার লালমাই উপজেলায় ২০২০-২১ অর্থবছরে খরিপ-১/২০২১-২২ মৌসুমে আউশ ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মান্নান মোল্লার সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার শুভাশিষ ঘোষ (অতিঃ দাঃ) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আব্দুল মালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান, লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদার ও উপজেলা খাদ্য কর্মকর্তা এবি সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ মাজহারুল ইসলাম।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com