-রুহুল আমিন ( লালমাই সদর )
আজ সোমবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এই উপলক্ষে লালমাই শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছেন লালমাই উপজেলা প্রশাসন।সকাল ১০ টায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজ শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম ভূমি কর্মকর্তা এসিল্যান্ড শারমিন আরা ও লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব এবং অধ্যক্ষ আবুল কালাম মহিলা কলেজ ছাত্রী শিক্ষক কর্মচারীবৃন্দ।
শ্রদ্ধা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় লালমাই উপজেলা সভাকক্ষে এতে সভাপতিত্ব করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। তিনি বলেন জাতির শ্রেষ্ঠ সন্তাদের সরন করতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন হচ্ছে বাংলাদেশে।১৯৭১ সালে এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীর নির্মম ভাবে গণহত্যা করে বাংলাদেশের সকল বুদ্ধিজীবিদের আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরন করি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলার মুক্তিযুদ্ধাবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন এবং উপজেলা কর্মকর্তাবৃন্দ ও লালমাই উপজেলা বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধাগন উপস্থিত ছিলেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com