-মোঃ জয়নাল আবেদীন জয়(লালমাই)
২৪শে জুলাই শনিবার মহামারী করোণা ভাইরাসের ভয়াবহতা রোধে কঠোর লকডাউনের বিনা কারণে ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে।
সারা দেশের ন্যায় কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে কুমিল্লা - নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে সকাল থেকে অবস্থান নেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যট জনাব অজিত দেব।
এসময় লালমাই উপজেলার বাগমারা বাজার,দত্তপুর ফিলিং স্টেশনের সামনে, পশ্চিম নোয়াগাঁও, মইশবন ও বলিপদুয়া গ্রামে লকডাউন অমান্য করায় ১৭ জনকে ১১৩০০/ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্যট জনাব অজিত দেব।
সকল ধরণে যানবাহনে চলাচলে কঠোরতার সাথে নিয়ন্ত্রণ করতে সর্বাত্নক সহযোগিতা করেন উপজেলা প্রশাসন,লালমাই থানার পুলিশ সাব ইন্সপেক্টর জীবন রায় চৌধুরী সহ সঙ্গীয় ফোর্স,আনসার ও ভিডিপির সদস্য গন।
এছাড়াও উপজেলার ভূচ্চি বাজারে লকডাউন কঠোরভাবে পালনে সর্বাত্নক অবস্থান নেন ভূচ্চি পাড়ি থানার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স।
উপজেলা নির্বাহী অফিসার জনাব অজিত দেব বলেন, মহামারী করোণা ভাইরাসের ভয়াবহতা রোধে জরুরী কাজ হাসপাতালে চিকিৎসার জন্য এবং রোগীর ঔষধ আনা ছাড়া সবাইকে ঘরে থাকার আহবান জানান।
যারা সরকারের লকডাউন অমান্য করে রাস্তায় বের হবে এবং লকডাউনের আওতায় পড়ে এ সকল দোকানপাট বিকাল ৩ টার পর থেকে বন্ধ রাখার আহবান জানান অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com