-রুহুল আমিন (লালমাই সদর)
লালমাই উপজেলায় পূর্ব আলীশ্বরে একদল গরু চোর কে আটক করে পুলিশে দিয়েছে জনসাধারণ।
স্থানীয়সূত্রে জানা যায় ২৬ নভেম্বর আনুমানিক ভোর ৬টায় একটি সিএনজি করে একটি গরু নিয়ে যাওয়ার সময় দেখে এলাকার নামায পড়তে আসা মুসল্লিরা। তাতে সিএনজিতে থাকা লোকদের সন্দেহ্ করে সিএনজিতে থাকা ড্রাইভার সহ চার জন কে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা বলে গরুটি আমরা ভাগা নিয়ে এসেছি।
তাতে জনগনে সন্দেহ বেশী বেরে যায়। তারপর তাদের কে বলে গরুর মালিক কে খবর দিতে তারা না দিতে পারায় স্থানীয় জনগন ঐ এলাকার চেয়াম্যান আবুল বাসার ও ওর্য়াড মেম্বার দিলীপকে জনালে তিনি স্থানীয় লালমাই থানা কে অবগত করলে লালমাই থানার অফিসার ইনচার্জ আইয়ুব এর নিদের্শে এস আই জাকির সঙ্গীয় ফোর্স নিয়ে ৪ জন চোর একটি সিএনজি সহ উদ্ধার করে লালমাই থানায় নিয়ে আসেন। লালমাই থানায় আটক ৪ ব্যাক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানাযায় গরুর মালিক বাগমারা দক্ষিণ ইউনিয়নে নোয়াপাড়া গ্রামের আবদুল হালিম।
পরে আটককৃত আসামীদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com