মাসুদ রানা:
করোনা সংকট মোকাবেলায় বিশ্ব জুড়ে চলছে নানা আয়োজন। ইতিহাসের সব চেয়ে বড় মহামারি করোনা ভাইরাস, দেশে চলছে লকডাউন, মানুষ এখন ঘর বন্ধি বিপাকে পরে আছে দরিদ্র অসহায় মানুষগুলো। আজ ১৮ই মে সোমবার লালমাই উপজেলার হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার উদ্যেগে অতীতের ন্যায় আজকেও ৭০ টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। জানাযায়, হলদিয়া গ্রামে ৫৫ জন, কাতালিয়া গ্রামে ৫ জন ও বেতাগাঁও গ্রামে ১০ জনকে ঈদ সামগ্রী দেওয়া হয়েছে, বিতরন কার্য উদ্বোধন করেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার।
এসময় উপস্থিত ছিলেন মাস্টার জয়নাল আবেদীন, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আবু তাহের রনি, স্থানীয় ওয়ার্ড মেম্বার মফিজ উদ্দিন, মাও. জাহেদ আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, চাউল, তেল, চিনি, সেমাই, পেয়াজ, আলু, খেজুর। সবশেষে সংস্থার নির্বাহী পরিচালক মাহমুদা আক্তার বলেন, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থা সব সময় অসহায় দরিদ্র মানুষের পাশে ছিল এবং আগামীদিন গুলোতে ও থাকবে, আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com