জামাল হোসেনঃ
কুমিল্লার লালমাইয়ে ৩ বছর বয়সী শিশু সন্তান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও হয়ে গেছে এক প্রবাসীর স্ত্রী। উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখেলা বাজারে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রবাসী ওমর ফারুক ও মেয়ের বাবা নুরুল ইসলাম হালিমার সন্ধান চেয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
প্রত্যক্ষদর্শী ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার খিলপাড়া গ্রামের মোঃ আলীর ছেলে ওমর ফারুক ভাগ্যের চাকা ঘুরাতে পাড়ি জমায় দুবাই। ৬ বছর আগে পারিবারিক ভাবে বিয়ে করেন পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সোনাবেরী গ্রামের নুরুল ইসলামের মেয়ে মোসাঃ হালিমা খাতুন (২৩)কে। ৩ বছর আগে তাদের সুখের সংসার আলোকিত করে তোলে তাদের শিশু সন্তান এমদাদ উল্লাহ (৩)। ভালোই চলছিল তাদের সংসার জীবন।
স্বামী বিদেশ থাকার সুবাদে স্ত্রী হালিমা বেগম তার বাবার বাড়ি পাশ্ববর্তী নাঙ্গলকোট উপজেলার সোনাবেরী গ্রামে থাকতেন।
গত ২৩ শে জুন বুধবার ওমর ফারুক ছুটিতে বাংলাদেশে আসেন। বাড়ী এসে বিকেলেই নিজের স্ত্রী সন্তানকে আনতে শশুর বাড়িতে যান। সেখান থেকে পরদিন বৃহস্পতিবার দুপুরে স্ত্রী সন্তান সহ যুক্তিখোলা বাজারস্থ মজুমদার সুপার মার্কেটে কেনাকাটা করতে যায় এবং কেনাকাটার একপর্যায়ে হালিমা তার স্বামী ওমর ফারুককে তার পরিচিত দোকান থেকে প্রয়োজনীয় খরচ আনতে পাঠিয়ে সাথে থাকা ব্যাগভর্তি মালামাল, ২ ভরি স্বর্ণালঙ্কার, ২টা মোবাইল ও নগদ টাকা সহ অজ্ঞাত এক যুবকের সাথে সিএনজিচালিত অটোরিক্সায় করে পালিয়ে যায়। সাথে তাদের ৩ বছরের শিশু সন্তান এমদাদ উল্লাহকেও নিয়ে যায়।
তার ব্যবহৃত নাম্বারে ফোন দিয়ে তা বন্ধ পায় ওমর ফারুক। অনেক খোঁজাখুঁজি করেও স্ত্রী-সন্তানের কোনো খোজ না পেয়ে শুক্রবার (২৫ জুন) প্রবাসী ওমর ফারুক স্ত্রী ও সন্তানের সন্ধান চেয়ে নাঙ্গলকোট থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আব্দুন নূর অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গৃহবধূ হালিমা খাতুনকে খুঁজে বের করার সব রকমের চেষ্টা চলছে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com