- জেলার লালমাই উপজেলার বেলঘর ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের তারাব আলী কবিরাজের স্ত্রী ৮০ বছরেরও বেশি বয়স্ক বৃদ্ধাকে একটি পরিত্যক্ত ঘরে দীর্ঘ দিন ধরে রাখছে তার ছেলে খোকন মিয়া।
ওই বৃদ্ধার ২ মেয়েকে একই এলাকায় বিয়ে দিলেও তারাও বৃদ্ধা মায়ের তেমন কোন খবর রাখে না। পরিত্যক্ত ঘরটিতে বৃষ্টির পানি পড়ে ও ময়লা আবর্জনার স্তূপ জমে আছে। চরম অবহেলায় ওই বৃদ্ধা এখন মৃত্যুর প্রহর গুনছেন।
তিনি বয়স্ক ভাতা পান না এবং সমাজপতিরাও বৃদ্ধার কোন খবর রাখে না॥
কুমিল্লা জেলা পুলিশ সদস্য মোঃ জাকারিয়া আলম একটি তদন্তের কাজে ওই এলাকায় গেলে বৃদ্ধার সম্পর্কে জানতে পারেন। তিনি সাথে সাথে স্থানীয় চেয়ারম্যানসহ সমাজসেবা অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
স্থানীয়রাও বৃদ্ধার করুণ এ দশার ব্যাপারে বেশ মর্মাহত। স্থানীয়দেরও দাবি বৃদ্ধার পাশে স্থানীয় প্রশাসন এগিয়ে আসুক এবং তার জীবনের শেষ দিনগুলো ভালো বাসস্থানে ও ভালো ভাবে কাটুক।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com