-নাফিউ জামান (নাফিজ)
মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ফলে সারাদেশ থেকে পরীক্ষার জন্য সম্ভাব্য করোনায় আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।সে ধারাবাহিকতায় কুমিল্লার লালমাই উপজেলায়ও উপজেলা প্রশাসনের মাধ্যমে করোনা উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
গত ০৪ ও ০৫ মে সংগ্রহীত ১৯ টি নমুনার ফলাফল প্রকাশ করা হয়।সংগ্রহীত ১৯ টি নমুনার ফলাফলে কোভিড-১৯ নেগেটিভ বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি জনাব কে.এম.ইয়াসির আরাফাত।এছাড়া তিনি উপজেলার সকল বাসিন্দাদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি ও করোনা সংক্রান্ত যেকোন প্রয়োজনে হটলাইন নাম্বার-০১৭২৭-৭৬২০৯৩কল করার জন্য আহবান জানান।
উল্লেখ্য, লালমাই উপজেলা থেকে সর্বমোট ৭২ টি নমুনা সংগ্রহ করা হয় যার মধ্যে ৫৩ টির ফলাফল নেগেটিভ এবং ১৯ টির ফলাফল অপেক্ষমান।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com