
গাজী মামুন: প্রায় দেড় যুগ ধরে কমিটি শূন্য কুমিল্লার লালমাই উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করায় উচ্ছ্বসিত ছাত্রলীগ নেতাকর্মীরা। কমিটি ঘোষণার ৫ম দিন রবিবার সকালে লালমাই উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহপরান সওদাগর শাওন, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহিনের নেতৃত্বে পাঁচ শতাধিক মোটর সাইকেল নিয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি উপজেলা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বাগমারা বাজার, উত্তর দৌলতপুর, ভূশ্চি, গৈয়ারভাঙ্গা, বাংলা বাজার, আটিটি, হরিশ্চর, মোহনপুর, নূরপুর, ভাবকপাড়া জয়নগর হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাগমারা বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এসময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথসভা ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কুশল বিনিময় করেন উপজেলা ছাত্রলীগের নতুন কমিটির নেতাকর্মীরা।
এসময় কুমিল্লার গণমানুষের নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি'কে শুভেচ্ছা জানিয়ে মিছিল ও স্লোগানে মুখরিত হয় পুরো লালমাই উপজেলা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, গত ৫ অক্টোবর, মঙ্গলবার উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর আমরা সবার সাথে দেখা করতে পারিনি। আমরা মূলত নেতৃবৃন্দের সাথে দেখা ও দিকনির্দেশনা নিতেই সকলে মিলে বের হয়েছি।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com