গাজী মামুন: (নিজস্ব প্রতিবেদক) লালমাই, কুমিল্লা।
বাংলাদেশ ছাত্রলীগ লালমাই উপজেলা শাখার সংগ্রামী সভাপতি শাহ্ পরান সওদাগর (শাওন) এর ২৯ তম জন্মদিন আজ। তিনি ১৯৯৩ সালের ১২ ই মার্চ কুমিল্লার লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের অন্তর্গত ভাবকপাড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ভাবকপাড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সফিকুর রহমানের তৃতীয় সন্তান শাহ্ পরান সওদাগর ছোটবেলা থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন। মাদ্রাসায় পড়াশোনার সময়কাল থেকেই তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত।
লালমাই উপজেলা ছাত্র রাজনীতির অন্যতম প্রিয়মুখ প্রতিষ্ঠাকালীন ছাত্রলীগ সভাপতি শাহ্ পরান সওদাগরের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা স্ট্যাটাসে ভরে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। শুভেচ্ছাময় পোস্ট ভাসছে নেতাকর্মীদের নিজস্ব টাইমলাইনে। তার রাজনৈতিক সহযোদ্ধা এবং শুভাকাঙ্খীরা এমনকি গনমাধ্যমকর্মীরাও তার সামনের রাজনৈতিক পদ আরও মসৃন হওয়ার প্রত্যয় নিয়ে আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল সমৃদ্ধি কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।
হাতিলোটা দারুচ্ছুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসা থেকে ২০০৭ সালে দাখিল ও বিজরা নাজিরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০০৯ সালে আলিম পাস করে পিপুলিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল (বিএ)। একই সময়ে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে অর্নাস ও মাস্টার্স শেষ করে কুমিল্লা (চকবাজার) আলিয়া মাদ্রাসায় কামিল তাফসির বিভাগে অধ্যয়নরত রয়েছেন।
ছাত্র রাজনীতিতে বৃহত্তর বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, এরপর সভাপতি এবং লাকসাম উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব পান।
গত বছরের ৫ অক্টোবর লালমাই উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাকালিন কমিটিতে তাকে সভাপতি'র দায়িত্ব দেওয়া হয়।
লালমাই উপজেলা যুবলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক ফরহাদ হোসাইন লিখেছেন, "শুভ জন্মদিন, বাংলাদেশ ছাত্রলীগ লালমাই উপজেলা শাখার সুযোগ্য, সুদক্ষ, মেধাবী সভাপতি শাহ্ পরান সওদাগর। ভ্রাতৃত্ব আর ভালোবাসার বন্ধনে যেতে হবে বহুদূর। সামনের রাজনৈতিক পদ আরও মসৃন হওয়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যৎ জীবনের উজ্জ্বল সমৃদ্ধি কামনা করছি। আল্লাহ ভালো রাখুক সবসময়।"
উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিফাত মজুমদার লিখেছেন, "শুভ জন্মদিন শ্রদ্ধাভাজন কাকা শাহ্ পরান সওদাগর সভাপতি-লালমাই উপজেলা ছাত্রলীগ। আপনার মেধা দিয়ে এগিয়ে যান দূর্বার গতিতে, ভালো থাকবেন সব সময়। পরিশেষে আপনার সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি।"
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রাব্বি লিখেছেন, শুভ জন্মদিন শাহপরান সওদাগর, সভাপতি-লালমাই উপজেলা ছাত্রলীগ।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com