-প্রদীপ মজুমদার [ লালমাই ]
পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন কুমিল্লার লালমাই উপজেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সৃষ্টির পর থেকে একমাত্র জাতীয় পার্টির নিয়মিত কমিটি হচ্ছে বলে জানা যায়। ১লা এপ্রিল শুক্রবার বিকালে উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয়ের হল রুমে জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও কুমিল্লার দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক প্রফেসর গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ও জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম, প্রধান বক্তা ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বেলাল হোসেন, বিশেষ অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল কবির মোহন, দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির মুন্সি, দক্ষিণ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এস এম গোলাম বায়েজিদ, মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মাহাবুবুল আলম সেলিম, মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব কাজী মোঃ নজমুল, হাফেজুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।বক্তারা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ জেলা জাতীয় পার্টির আহবায়ক এয়ার আহমেদ সেলিম, হাত ধরে লালমাই উপজেলা জাতীয় পার্টির অঙ্গ সংগঠন গুলোকে সাজিয়ে তুলে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর হাতকে শক্তিশালী করার আহবান জানান।সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্রীয় ও জেলা কমিটির সিদ্ধান্তে আগামীকাল ২ এপ্রিল চুড়ান্ত তালিকা প্রকাশ করবে বলে জানান জেলা ও কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com