-নিজস্ব প্রতিবেদক।।
সন্ত্রাস, দুর্নীতি, জঙ্গীবাদ মুক্ত সাম্য-মানবিকতার বাংলাদেশ বিনির্মাণ করতে দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহবান করে ফ্যাসিবাদের পতন উপলক্ষে লালমাই উপজেলা জামায়াতে ইসলামীর শোকরানা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কুমিল্লা-১০ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. ইয়াসিন আরাফাত।
এসময় তিনি আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যদিয়ে ৫ আগস্ট ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের অভ্যুত্থান গঠে মানুষ তাদের দীর্ঘদিনের পরাধীনতা থেকে মুক্ত পায়। হাসিনার সরকার যে গুম খুনের স্বৈরাচারী শাসন কায়েম করছিলো তার পরিত্রাণ হয়। এখন বাংলার মানুষ স্বাধীন। এসময় তিনি লালমাই উপজেলা তথা কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) নির্বাচনী এলাকাকে মানুষের বসবাসের উপযোগী করে চাঁদাবাজি, দুর্নীতি, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধ এলাকা উপহার দেয়ার প্রতিজ্ঞা করেন।
শনিবার(১০ আগস্ট) সকাল ১০টায় ভুশ্চি বাজার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমাই উপজেলা সেক্রেটারি মাও. আবদুন নূর এর সঞ্চালনায় শোকরানা সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মু. গোলাম সারোয়ার মজুমদার কামাল। সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী লালমাই উপজেলার সহ. সেক্রেটারি মু. কামাল হোসেন, ইমাম হোসেন, মাও. মফিজুর রহমান সহ লালমাই উপজেলার নয়টি ইউনিয়নের আমীরসহ আরো অনেকে।
শোকরানা সমাবেশে বক্তৃতারা ছাত্র জনতা অভ্যুত্থানের শাহদাত বরণ করা সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।সেসাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তৃতারা দীর্ঘ ১৫ বছরে গুম, খুন, কারাবন্দী সকলকে স্মরণ করে সবার ত্যাগের প্রতি সম্মান প্রদর্শন করেন। তারা বলেন আজকের এ বাংলাদেশে স্বাধীনতা সকলে। এখানে সংখ্যালঘু, সংখ্যাগরিষ্ঠ বলে ভেদাভেদ থাকবে না, আমরা সকলেই মিলে বাংলাদেশি।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com