-গাজী মামুন (বিশেষ প্রতিনিধি) পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমাই প্রেসক্লাবের নতুন কমিটির পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) উপজেলার বাগমারা বালিকা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
লালমাই প্রেসক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামালের পিএস কেএম সিংহ রতন।
প্রেসক্লাবের সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ মজুমদারের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালমাই থানার অফিসার ইনচার্জ আবদুল্লা আল মাহফুজ, উপজেলা আ’লীগের সভাপতি আবদুল মতিন মোল্লা, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফ উদ্দিন আহমেদ পাপ্পু, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, প্রেসক্লাবের সাবেক আহবায়ক অমর কৃষ্ণ বনিক, বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী আবদুল মালেক, বাকই উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মিজানুর রহমান, উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, বাগমারা দক্ষিণ আ’লীগের সভাপতি আমিনুল ইসলাম, ভূলইন উত্তর আ’লীগের সভাপতি আবদুর রহিম, লালমাই ক্লাবের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবদুল জলিল সওদাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক কাজী কামরুল হাসান ভুট্টু, যুগ্ম আহবায়ক আমান উল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক (নি.প.ক) আক্তার হোসেন পারভেজ, বেলঘর উত্তর আ’লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সভাপতি মিজানুর রহমান, বাগমারা উত্তর আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গাজী হাবিব উল্লাহ, উপজেলা যুবলীগের সদস্য রফিকুল ইসলাম মোহন, যুবলীগের সদস্য শামছুর রহমান শিমুল, যুবলীগের সদস্য আদম সফিউল্লাহ, ভূলইন উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, সমাজসেবক সোলাইমান কবির, উপজেলা যুবলীগের সদস্য মোশারফ হোসেন, যুবলীগের সদস্য সোহেল রানা, ডা. সাইফুল ইসলাম সোহেল, বাগমারা উত্তর ছাত্রলীগের আহবায়ক সাইফুল ইসলাম, বাগমারা দক্ষিণ ছাত্রলীগের আহবায়ক মামুন মজুমদার, ভূলইন উত্তর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইফতেখার অমিত সহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন। পরে দেশ জাতি, মুসলিম উম্মাহ সহ বিশ্ববাসীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com