-মোঃইকবাল হোসাইন(বাগমারা দঃ)
নভেল করোনাভাইরাস COVID19 জনিত সৃষ্ট মহামারীতে হতদরিদ্র, দরিদ্র, গরিব, অসহায়, দিনমজুর ২০০ পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদ উপহার এবং খাদ্যসামগ্রী বিতরন করেন, কুমিল্লা সদর দক্ষিণ উপজেল কৃষক দলের সাধারণ সম্পাদক,ও লালমাই উপজেলা বিএনপি নেতা আলহাজ্ব আক্তারুজ্জামান মজুমদার রকেট।
জনসমাগম এড়িয়ে নেতা কর্মীদের মাধ্যমে ঘরে ঘরে এই উপহার ও খাদ্যসামগ্রী পৌঁছেদেন তিনি।এসময় তিনি বলেন,বিএনপি জনগনের দল,তাই তারা সবসময় জনগনের পাশে ছিল,এই মহমারীতেও আছে ইনশাআল্লাহ ভবিষ্যৎও থাকবে।সমাজের বিত্তবানদের কেও এগিয়ে আসার আহ্বান জানন,জনসমাগম ঠেকাতে কোন প্রকার নেতা কর্মীদের নিয়ে ভিড় না জমিয়ে উক্ত উপহার ও খাদ্যসামগ্রী বিতরন করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com