-নাফিউ জামান নাফিজ (ডেস্ক)
নতুন বছরের প্রথম দিন লালমাই উপজেলার ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে ১ জানুয়ারি (শুক্রবার) বিকেল ৩ ঘটিকায় বেলুন উড়িয়ে আনন্দ র্যালির শুভ উদ্বোধন করা হয়। স্কুলের লগো সম্বলিত টি শার্ট,ক্যাপ ও মাস্ক সংগ্রহ করে আগত সবাই র্যালিতে অংশগ্রহণ করে।
স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে র্যালিটি বাগমারা বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় র্যালিতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও শতবর্ষ উদযাপন কমিটির আহবায়ক গোলাম সারওয়ার, উদযাপন কমিটির সদস্য সচিব কামাল হোসেন, যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম,অর্থমন্ত্রীর একান্ত সহকারী সচিব কল্যাণ মিত্র সিংহ রতন, লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজী মেহেদী হাসান বাপ্পি, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল মোতালেব, যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টো, লালমাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির মির্জা,সহসভাপতি আরিফুল ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শান্ত, বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মামুন মজুমদার সহ উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষক- ছাত্রবৃন্দ সহ প্রমুখ।
র্যালি শেষে পায়রা উড়িয়ে প্রাক্তন ছাত্রদের সংক্ষিপ্ত স্মৃতিচারণ,দোয়া ও কেক কাটার আয়োজন করা হয়। পরে আতসবাজি ও ফানুস উড়িয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।
উল্লেখ্য, ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চ বিদ্যালয় ২০২১ সালের প্রথম প্রহরে শতবর্ষে পদার্পণ করে। বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ এমপি'র নির্দেশনা মোতাবেক পরবর্তীতে শতবর্ষ উদযাপনের মূল অনুষ্ঠানের তারিখ জানানো হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com