-নিজস্ব প্রতিবেদক।। আল আমিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগার এর ৩১ সদস্য বিশিষ্ট (২০২৫-২৭) তিন বছরের জন্য কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।শুক্রবার (১৫ নভেম্বর) আটিটি বাজারসস্থ অস্থায়ী কার্যালয়ে আল আমিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারের প্রতিষ্ঠাতা ও বর্তমান প্রধান উপদেষ্টা এবিএম আদম ছফিউল্লাহ সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী গোলাম সরওয়ার মজুমদার কামালকে সভাপতি ও মাওলানা মহিউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির নাম ঘোষণা করেন।
নতুন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মাওলানা মফিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, অধ্যক্ষ মাওলানা নূরে আলম সিদ্দিকি, যুগ্ম সাধারণ সম্পাদক মু. কামাল হোসেন, মোস্তফা কামাল, মো. নুরুদ্দীন, মাও. আবু হানিফ সোহেল, কোষাধ্যক্ষ ডা. হায়াতুন নবী, সহ কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, দপ্তর সম্পাদক মো. রিয়াদ মিজি, সহ দপ্তর মনির হোসেন, পাঠাগার সম্পাদক মনসুর আল হেলাল, প্রচার সম্পাদক আনোয়ার হোসেন, এবাদ উল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক মাও. জিয়াউর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মুহা. ইলিয়াস হোসেন, শাহাবউদ্দিন সজিব, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মু. মনির হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. আমির হোসেন, ওমর ফারুক, প্রবাসী কল্যাণ সম্পাদক ডা. মাছুম বিল্লাহ, আবদুল্লাহ আল মামুন, তালিম তরবিয়ত সম্পাদক মাও. সাইফুল ইসলাম।
এসময় আল আমিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগারে নিয়ন্ত্রণাধীন একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান আল ফারুক একাডেমি স্কুলের পরিচালনা পরিষদের জন্য মাও. আনোয়ার হোসেন, মোস্তফা কামাল আনোয়ার হোসেন, আবু তাহের ও মাস্টার মিজানুর রহমান এর নেতৃত্বে একটি উপকমিটি গঠন করা হয়।
কমিটির উপদেষ্টা পরিষদে আছেন এবিএম আদম ছফিউল্লাহ, হাবিবুর রহমান বাচ্চু, মাওলানা কবির হোসেন, মাস্টার মোশারফ হোসেন, মীর হোসেন মজুমদার, তাজুল ইসলাম, ফারুক আহমেদ, ইঞ্জিনিয়ার মজিবুর রহমান স্বপন।
প্রসঙ্গত, ১৯৮৮সালের ২১শে ফেব্রুয়ারি বৃহত্তর পেরুল ইউনিয়ন ও পাশ্ববর্তী অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও শিক্ষা ক্ষেত্রে পরিবর্তনের লক্ষ্যে একদল তরুনদের উদ্যোগে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এতদ্ব অঞ্চলে আর্থসামাজিক উন্নয়নে অভূতপূর্ব উন্নয়নে ২০০২ সালে সংগঠনটি বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রেজিষ্ট্রেশন ভুক্ত হয়। বর্তমানে আল আমিন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ও পাঠাগানের নিয়ন্ত্রণে আল ফারুক একাডেমি নামে প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসতেছে।যাহা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com