-নাফিউ জামান (ডেস্ক)
কুমিল্লার সদর দক্ষিণের লালমাই সরকারি কলেজ রোড এলাকায় নোয়াখালীর বেগমগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (০৬ অক্টোবর) সকালে জ্ঞানের আলো ফাউন্ডেশনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক জাকির হোসেনের নেতৃত্বে প্রায় শতাধিক শিক্ষার্থী মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে অংশ নেয়া শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান রেখে আইন করার দাবি জানায়।এসময় তারা ধর্ষণের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য তুলে ধরেন। তাদের হাতেও ছিল ধর্ষণের বিরুদ্ধে লেখা স্লোগান।
এ সময় জ্ঞানের আলো ফাউন্ডেশনের পরিচালক জাকির হোসেন বলেন, ধর্ষণের মতো ঘটনা গোটা জাতির জন্য লজ্জাজনক। ধর্ষক কোন দলের হতে পারে না। ধর্ষকের একমাত্র পরিচয় সে ধর্ষক। ধর্ষককে সামাজিক ভাবে বয়কট করতে হবে। এসময় তিনি আরো বলেন, ধর্ষিতা নয় বরং ধর্ষকের ছবি প্রচার করা হোক।
মানববন্ধন শেষে ধর্ষকের প্রতিকী কুশপুত্তলিকা দাহ করা হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com