এম এ কাদের অপুঃ
কুমিল্লার লাকসাম পৌরশহর এলাকা থেকে সাড়ে ১২ গ্রাম গাজা সহ এক ব্যক্তিকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যা ৭:৩০ মিনিটের সময় পৌরসভার রাজঘাট এলাকার মোবারক হোসেনের চা দোকানের সামনে থেকে মোহাম্মদপুর গ্রামের মৃত. দুধা মিয়ার ছেলে ফারুক আহমেদ পারভেজ (৩৩) কে স্থানীয় লোকজন আটক করে থানায় ফোন দিলে, লাকসাম থানার এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স হাজির হয়ে সাড়ে ১২ গ্রাম গাজা সহ তাকে গ্রেফতার করে।
এসময় স্থানীয় লোকজনের উপস্থিতিতে, তার কাছে সাড়ে ১২ গ্রাম গাজা ও নগদ প্রায় ৪শত টাকা পাওয়া যায়।
এইদিকে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ভূইয়া জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। মাদকমুক্ত লাকসাম গড়াই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com