নিউজ ডেস্কঃ-
বাগমারায় সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন "হিউম্যানিটি অব বাগমারা - হিউবাগ" এর আত্মপ্রকাশ হয়েছে। "আমাদের অঙ্গীকার, সেবা করব জনতার" এই মূলমন্ত্রকে সামনে রেখে সংগঠনটি তাদের মানবিক কার্যক্রমের যাত্রা শুরু করে।
সাইফুল ইসলাম শাওন'কে আহবায়ক, মারুফ সিরাজি'কে যুগ্ম আহবায়ক ও মাহমুদুল হাসান নিয়ন'কে সদস্য সচিব করে ১৪ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। ১৫ ফেব্রুয়ারী (সোমবার) বাগমারা বাজারের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
"হিউম্যানিটি অব বাগমারা - হিউবাগ" এর প্রতিষ্ঠাতা কাজী ইয়াকুব আলী ও কো - ফাউন্ডার সাজ্জাদ হোসেন ছোটন বলেন, আমাদের সংগঠনটি একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। মূলত সামাজিক উন্নয়নের লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করেছি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, ছিন্নমুল মানুষের পাশে দাড়ানো, সামাজিক অসঙ্গতি, শিক্ষার সঙ্কট, বেকারত্ব, সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ গড়তে "হিউবাগ" কাজ করে যাবে।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com