গাজী মামুন : বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সোনাইছড়ি এফসিডিআই প্রকল্পে পানি ব্যবস্থাপনা ফেডারেশন গঠনকল্পে গঠিত এডহক কমিটি'র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নস্থ নতুন ডাকাতিয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশন এর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, কুমিল্লা পূর্বাঞ্চল শাখা'র প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রধান পানি ব্যবস্থাপনা কর্মকর্তা মাহমুদ আহমেদ, লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কুমিল্লা শাখার মুখ্য সম্প্রসারণ কর্মকর্তা মমিনুল ইসলাম এর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রধান কৃষিতত্ত্ববিদ প্রদীপ কুমার বিশ্বাস, কুমিল্লা পওর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল লতিফ, কুমিল্লা পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মোঃ ওয়ালিউজ্জামান, নতুন ডাকাতিয়া পানি ব্যবস্থাপনা এসোসিয়েশনের সদস্য সহিদ আহমেদ বাবুল সহ অনেকে।
পরে সভায় উপস্থিত অতিথিবৃন্দ এডহক কমিটির আহবায়ক হিসেবে সহিদ আহমেদ বাবুল, সদস্য সচিব খোরশেদ আলম, সদস্য আমেনা বেগম, শাহ আলম মজুমদার ও হুমায়ুন কবিরের নাম ঘোষণা করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com