কামাল হোসেন হৃদয়ঃ মহামারী করোনা ভাইরাসের প্রভাবে থমকে গেছে পুরো বিশ্ব। বাংলাদেশেরও চলছে লকডাউন। আসন্ন ঈদকে সামনে নিয়ে অর্থ সংকটে চরম বিপাকে সীমিত আয়ের মানুষগুলো। এমন পরিস্তিতিতে কর্মহীন,মধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়ালেন
স্বেচ্ছাসেবী সংগঠন 'সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক" সংগঠনের নিজস্ব উদ্দ্যোগে ১'শ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।
গত শুক্রবার এবং শনিবার সম্পুর্ণ ফটোসেশান ছাড়া-ই রাতের আধারে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌছে দিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠন সূত্রে জানা যায়, মহামারী করোনা ভাইরাসের সংক্রমনে বিপর্যস্ত সাধারন মানুষের জন্য পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এই সংগঠনের পক্ষ থেকে ওই লাকসাম,লালমাই,উপজেলার কয়েকটি গ্রামের তালিকা প্রণয়ন করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ১'শ পরিবারের জন্য বাংলা সেমাই, লাচ্ছা সেমাই,চিনি, গুড়া দুধ, নুডলস ইত্যাদি বিতরণ করা হয়।
উল্লেখ্য, রমজানের শুরুতে সংগঠনের সদস্যরা তালিকা করে ১'শ পরিবারের মাঝে রমযানের শুভেচ্ছা উপহার হিসেবে চাল, আলু, পেয়াঁজ, মটর, মুড়ি বুটের ডাল, খেজুর,চিনি, ইত্যাদি বিতরন করা হয়েছে।
সংগঠনের সদস্যরা জানান, রমজানের শুরুতে করোনার সংক্রমনের মাঝেও আমরা রাতের আঁধারে নিম্ন আয়ের মানুষের ঘরে খাবার পৌছে দিয়েছি। এখন আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে শতাধিক পরিবার এবং স্বেচ্ছাসেবীদের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন সম্পন্ন করেছি। দেশের এই পরিস্থিতিতে বিত্তবানদের সমাজের অসহায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানান।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com