-এস এম জহিরুল ইসলাম রাজু(ভূলইন উত্তর)
লালমাই উপজেলার ৩নং ভূলইন উত্তর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হলদিয়া গ্রামে তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছে এলাকাবাসী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে রাস্তাগুলো কোনো সংস্কার না হওয়ায় প্রতিদিন শত শত মানুষ সীমাহীন ভোগান্তি নিয়ে চলাচল করছে।
দীর্ঘদিন অবহেলিত রাস্তা হলো— হলদিয়া কেন্দ্রীয় ঈদগাহ থেকে মেইন রোড পর্যন্ত রাস্তা, মাজারের দিকে যাওয়ার রাস্তা (যা দিয়ে প্রতিদিন ২০০–২৫০ পরিবার চলাচল করে), এবং হলদিয়া মহিলা আলিম মাদ্রাসার কোমলমতি ছাত্রীরা নিয়মিত ব্যবহার করে এমন রাস্তা।
এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাস্তাগুলোর উন্নয়নে উদ্যোগ নেয়নি। গর্ত ও ভাঙা রাস্তার কারণে নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে রাস্তাগুলো কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়ে।
গ্রামবাসী জানিয়েছেন, কোনো মৃত্যুর ঘটনা ঘটলে মৃতদেহ ঈদগাহ মাঠ সংলগ্ন কবরস্থানে নিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। এ অবস্থায় এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
তারা বলেন, “আমরা নাগরিক হিসেবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। অবিলম্বে রাস্তাগুলো সংস্কার করে আমাদের দুর্ভোগ লাঘব করতে হবে।”
স্থানীয়রা দ্রুত এই তিনটি গুরুত্বপূর্ণ রাস্তার সংস্কারকাজ শুরুর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com