-সমালোচনার মুখে অবশেষে হিজবুত তাওহীদ ইসুতে লালমাই উপজেলার কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন মুহিউস সূন্নাহ উলামা পরিষদ লালমাই উপজেলা শাখার নেতৃবৃন্দদের সাথে ১২সেপ্টেম্বর ২০২৩ইং মঙ্গলবার বাদ মাগরবিব মতবিনিময় করেন বাগমারা দঃ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন।
এসময়ে উপস্থিত ছিলেন মুহিউস সূন্নাহ উলামা পরিষদ লালমাই উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোস্তফা মাহমুদী,সহ-সভাপতি মাওলানা মোঃ দেলোয়ার হোসেন,দাওয়াহ্ বিষয়ক সম্পাদক
আবু নাইম শাকেরী,মাওলানা কাওছার আহমেদ প্রমূখ।
মতবিনিময় সভায় সংগঠনের নেতারা হেজবুত তাওহীদের ভ্রান্ত আকিদার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে গত ৯ সেপ্টেম্বর বাগমারা দঃ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হেযবুত তওহীদের প্রোগ্রাম নিয়ে বাগমারা দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ লোকমান হোসেন দুঃখ প্রকাশ করে মুহিউস সূন্নাহ্ উলামা পরিষদের নেতৃবৃন্দকে বলেন আমি একজন ধর্মপ্রিয় মুসলিম,এমন কাজ আমার করা ঠিক হয়নি,ধর্মীয় অনুভূতিতে আঘাত আসবে এধরনের প্রোগ্রাম আর আমার বাগমারা দঃ ইউনিয়ন পরিষদে হবেনা।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com