-আজকের লালমাই ডেস্কঃ-
সরকারি নির্দেশনা মোতাবেক কৃষকগণ ২৬ টাকা কেজি দরে ১০৪০ টাকা মন দরে সরকারি খাদ্য গুদামে বোরো ধান বিক্রয় করতে পারবে।
১৩ই মে বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা কে এম ইয়াসির আরাফাত।
তিনি বলেন,
ইতোমধ্যে উপজেলা কৃষি অফিস হতে বোরো চাষীদের তালিকা আমরা পেয়েছি।
উক্ত তালিকা হতে উন্মুক্ত লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে,নির্বাচিতদের তালিকা লালমাই উপজেলার ওয়েব পোর্টালে আপলোড করা হবে।
ইউএনও আরো বলেন,
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে স্বাস্হ্যবিধি মেনে অাগামী ১৭মে সকাল ১০.৩০ মিনিট এ উপজেলা নির্বাহি অফিসার, লালমাই এর কার্যালয়ে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ধান ক্রয়ের বিষয়ে ইউএনও সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত, প্রধান সম্পাদক:- মোঃ নাছির আহাম্মেদ
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +971502787328 ( WhatsApp)
www.ajker-lalmai.com