-অনলাইন ডেস্কঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে বিজিবি।
আটক হওয়া দুই ব্যাক্তির একজন লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ইফতেখার অমিত ও বাগমারা মনোহরপুরের মোঃ শামিম ইকবাল।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নলকূইয়া এলাকায় বিজিবির একটি টিম তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল সহ লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ইফতেখার আলম ভূঁইয়া অমিত ও বাগমারা মনোহরপুরের মোঃ শামিম ইকবালকে আটক করে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করে।
২৫ জুলাই রাতে আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-২৫জুলাই/১৬ মাদক মামলা দায়ের করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতারকৃত ইফতেখার ভূইয়া অমিত বেতাগাঁও সাজেদুল হক ভূইয়ার ছেলে এবং অপরজন লালমাই উপজেলার মনোহরপুর গ্রামের মো শামিম ইকবাল।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার জানান,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছবিঃবিজিবি ফেইজবুক ফেইজ
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com