-আজকের লালমাই ডেস্কঃ
কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে চাঁদা আদায় ও অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল ২১ ডিসেম্বর সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে দুই’গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সিএনজি শ্রমিক সুত্রে জানা যায়, উপজেলার বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের কল্যাণের টাকা উঠানোকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় শ্রমিকদের দু’গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
এদের উভয় দু’গ্রুপ’ই বৈধ রেজিষ্ট্রেশনের মাধ্যমে শ্রমিকদের কল্যাণে নিয়োজিত বলে দাবি করছেন। ইতিপূর্বে বাগমারা বাজারে নিজ নিজ অবস্থান জানান দিতে গিয়ে শ্রমিকদের উভয় গ্রুপের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে।
এ বিষয়ে বাগমারা বাজার সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৩০৩৬) সাধারণ সম্পাদক আবু তাহের জানান, প্রতিদিনের ন্যায় সোমবারও বাগমারা বাজারে সিএনজি শ্রমিকরা তাদের কার্যক্রম পরিচালনা করছে।
এমতাবস্থায় অপর গ্রুপের ১৫/২০ জনের একটি দল আমাদের শ্রমিকদের উপর অতর্কিত হামলা চালিয়ে রবু,রিয়াজ,মোস্তফা, রফিক, সোহেল সহ অন্যান্যদের ইট-পাটকেল মেরে ও রড দিয়ে পিটিয়ে আহত করেছে।
এদিকে অপর পক্ষের দাবী আবু তাহের গ্রুপের হামলায় শ্রমিক নেতা সোলেমান,আলেক,আলী ও সুয়ার সহ তাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ'র কারনে সোমবার বাগমারায় হাট হওয়ায় বাজার করতে আসা অনেকে উভয় পক্ষের হামলার মুখে পরে। এ সময় বাবুল ও মামুন নামের দু’জন সাধারণ মানুষ হামলায় আহত হয়। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় উভয় পক্ষ লালমাই থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
এ ব্যাপারে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব জানান, বাগমারা বাজারে সিএনজি শ্রমিকদের মারামারির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক জিয়াউর রহমান কতৃক সম্পাদিত, মো ইমাম হোসাইন কতৃক প্রকাশিত
অফিস: এইস প্লাজা বাগমারা বাজার,লালমাই, কুমিল্লা। মোবাইল:- +8801626379927 ( WhatsApp)
www.ajker-lalmai.com