-নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশের পর সম্প্রতি কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসন থেকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন লালমাই উপজেলার কৃতী সন্তান বিশিষ্ট শিক্ষানুরাগী ডক্টর মোস্তফা সাজ্জাদ এফসিএ।
আপাতত শিক্ষিত সুশীল মনে হলেও আদতে তিনি নিজের আসল পরিচয় লুকিয়েই ৫ই আগষ্টের পরে নির্বাচন মুখী কাজ নিয়ে সামনে এসেছেন।
সম্প্রতি নিজের প্রার্থীতা ঘোষণা করার পর তার সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে আজকের লালমাইয়ের সামনে তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ডের বেশ কিছু ছবি ও কাগজপত্র এসেছে তার মধ্যে বেশ কিছু ছবি তার পেশাজীবি (আওয়ামী পন্থী) সংগঠনের বিভিন্ন প্রোগ্রামের অন্যটি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ নেতা নূরু উর রহমান মাহমুদ তানিমের পক্ষে প্রচারনার।
আজকের লালমাইয়ের হাতে আসা নথি ও ছবি অনুযায়ী মোস্তফা সাজ্জাদ এফসিএ আওয়ামী হিসাববিদ পরিষদের কেন্দ্রিয় কমিটির সাধারণ সম্পাদক।
অশ্চর্যের বিষয় হচ্ছে অতীত রাজনৈতিক পরিচয় লুকাতে পেশাগত জীবনে প্রতিষ্ঠিত মোস্তফা সাজ্জাদ এফসিএ সম্প্রতি নিজের পুরাতন ফেইজবুক আইডি, ফেইজবুক ফেইজ ডিএক্টিভ অথবা ডিলিট করেছেন।
জনমনে প্রশ্ন অতীত ইতিহাস লুকাতে কি তিনি সম্প্রতি নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেয়ার পরেই নিজের ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করেছেন।
গুঞ্জন আছে রিফাইন্ড আওয়ামিলীগ ফর্মুলা নিয়েই লোটাস কামালের বিকল্প হওয়ার জন্য ৫ই আগষ্টের পরে নিজেকে সুশীল হিসেবে উপস্থাপন করে প্রচার প্রচারণা চালাচ্ছেন আওয়ামী পেশাজীবি হিসাববিদ পরিষদের এই কেন্দ্রীয় নেতা।
ড. সাজ্জাদ ১৯৭৭ সালের ১লা নভেম্বর লালমাইের উত্তর দৌলতপুর গ্রামের একটি ঐতিহ্যবাহী সুশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা বিশিষ্ট ব্যক্তিত্ব মরহুম তাজুল ইসলাম বিএ(অনার্স) এমএ, এবং মাতা প্রাক্তন প্রধান শিক্ষিকা মিসেস মমতাজ বেগম মজুমদার।ড.সাজ্জাদ বাগমারা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ভিক্টোরিয়া সরকারী কলেজ থেকে এইচএসসি ও চট্রোগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স বিভাগে বিবিএ ও এমবিএ করেন। পরবর্তীতে তিনি দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) থেকে চাটার্ড একাউনটেন্সী পরীক্ষায় পাশ করে ফেলো মেন্বারশীপ (এফসিএ) অর্জন করেন, সিপিএ ডিগ্রী অর্জন করেন আয়ারল্যান্ড ইনস্টিটিউট থেকে।তিনি আমেরিকার ইনস্টিটিউট অব সার্টিফাইড ফরেনসিক একাউন্ট্যান্টস-এর একজন সনদপ্রাপ্ত পেশাদারী ফরেনসিক একাউন্ট্যান্ট ও সম্মানিত ফেলো মেম্বার।মালেয়শিয়ার অন্যতম ও বিশ্বের ১৪৮ তম বিশ্ববিদ্যালয় “ইউনিভার্সিটি পুত্রা মালেয়শিয়া (ইউপিএম)” এর “পুত্রা বিজনেজ স্কুল”- থেকে ফরেনসিক হিসাববিজ্ঞান ও আর্থিক অপরাধ তদন্ত বিষয়ে পিএইচডি ডিগ্রী অর্জন করেন। তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের একজন তালিকাভূক্ত আইনজীবি তিনি,বর্তমানে লন্ডনে বার-এট-ল পড়ছেন। নিজের প্রতিষ্ঠিত সিএ ফার্মের প্রধান হিসেবে কাজ করার পাশাপাশি দেশী-বিদেশী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন,বক্তব্য রাখেন বিভিন্ন সেমিনারে বক্তব্য রাখেন বলে জানা গেছে।
বর্তমানে আওয়ামী পেশাজীবি হিসাববিদ পরিষদের নেতা মোস্তফা সাজ্জাদ এফসিএ বিদেশে অবস্থান করায় এই বিষয়ে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এছাড়াও একাধিক মাধ্যমে সংবাদের বিষয়ে তার বক্তব্যের জন্যে যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।
আরো পড়ুনঃ