-মোঃনাছির আহাম্মেদ(আজকের লালমাই)
কুমিল্লা জেলার লালমাই উপজেলার বেশ কয়েকটি গ্রামে লকডাউনের খবর পাওয়া গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায় উপজেলার বাগমারা উত্তরের দত্তপুর,নোয়াগাও, দৌলতপুর, সৈয়দপুর। বাগমারা দক্ষিনের ফতেহপুর, বাকই উত্তরের সংকুরপাড়,ভূলইন উত্তরের শিকারপুর এবং উপজেলার হারগিলা গ্রাম স্থানিয়রা লকডাউন করেছে বলে জানা গেছে।
এই বিষয়ে উপজেলা প্রশাসন থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যাতে বলা হয়েছে লকডাউনের ক্ষমতা কেবল প্রশাসনের রয়েছে অন্য কেউ এই ক্ষমতার অপব্যাবহার করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এই বিষয়ে লালমাই উপজেলা নির্বাহি কর্মকর্তা ইয়াসির আরাফাত ফেইজবুকে জানানঃ-
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সন্ধ্যা ৬টা – সকাল ৬টা ঔষধ ব্যতীত
সকল দোকান-পাট, চায়ের দোকান ও বাজার বন্ধ থাকবে।
কোন প্রকার চায়ের দোকান কোন অবস্থাই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।
যদি প্রশাসন নিশ্চিত হয় কোথাও কোন করোনাভাইরাস অাক্রান্ত রোগি থাকে, তাহলে সংলগ্ন এলাকা কিছু শর্তসাপেক্ষে লকডাউন করা হয়।
অন্য কেউ অতিউৎসাহী হয়ে লকডাউন করে নিজের বিপদ ডেকে অানবেন না, প্লিজ।
নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অতিউৎসাহীহয়ে অনেকে লকডাউনকরে তা আবার অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।