-অনলাইন ডেস্কঃ কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ দুই ব্যাক্তিকে আটক করেছে বিজিবি।
আটক হওয়া দুই ব্যাক্তির একজন লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ইফতেখার অমিত ও বাগমারা মনোহরপুরের মোঃ শামিম ইকবাল।
জানা যায়, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলাস্থ ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নলকূইয়া এলাকায় বিজিবির একটি টিম তল্লাশি চালিয়ে ১৪ বোতল ফেনসিডিল সহ লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ইফতেখার আলম ভূঁইয়া অমিত ও বাগমারা মনোহরপুরের মোঃ শামিম ইকবালকে আটক করে সদর দক্ষিণ মডেল থানায় সোপর্দ করে।
২৫ জুলাই রাতে আটককৃতদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় মামলা নং-২৫জুলাই/১৬ মাদক মামলা দায়ের করা হয়েছে।
মাদক মামলায় গ্রেফতারকৃত ইফতেখার ভূইয়া অমিত বেতাগাঁও সাজেদুল হক ভূইয়ার ছেলে এবং অপরজন লালমাই উপজেলার মনোহরপুর গ্রামের মো শামিম ইকবাল।
এ ব্যাপারে সদর দক্ষিণ মডেল থানার সেকেন্ড অফিসার খাদেমুল বাহার জানান,গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ছবিঃবিজিবি ফেইজবুক ফেইজ