-আজকের লালমাই ডেস্ক:- কুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজার এলাকায় মাদ্রাসা থেকে বহিষ্কারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও শিবির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মুখোমুখি অবস্থানে আসে।
জানা যায়, সোমবার (২০ অক্টোবর) দুপুরে পরতি ফাজিল মাদ্রাসার বহিষ্কৃত ছাত্র তৌহিদুল ইসলাম সোহাগের ছেলে সিফাত ও ছোট শরীফপুর গ্রামের ছাত্রলীগ কর্মী হৃদয়, দুই শিবির কর্মী রিফাত ও ফয়সালের ওপর হামলা চালায়।
এ সময় হামলার শিকারদের রক্ষা করতে এগিয়ে আসেন জামায়াত কর্মী হাফেজ সোহেল মাহমুদ ও এবায়েদউল্লাহ। পরে তাদের ওপরও হামলা চালায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা সিফাত ও হৃদয়।
পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছাত্রলীগ নেতাদের পক্ষ নিয়ে জামায়াত কর্মীদের ওপর হামলা চালায় যাদবপুর গ্রামের স্বেচ্ছাসেবকদল কর্মী নবী। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
খবর পেয়ে বিএনপির ২০-২৫ জন এবং জামায়াতের ৮০-১২০ জন নেতাকর্মী ভূশ্চি বাজারে জড়ো হয়ে শ্লোগান দিতে থাকে। পরিস্থিতি অবনতি হলে বিএনপি ও জামায়াতের সিনিয়র নেতারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় দুই শিবির কর্মী ও দুই জামায়াত কর্মীর ওপর হামলার অভিযোগে ছাত্রলীগ নেতা সিফাত, হৃদয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরো পড়ুনঃ