লালমাইয়ে ভিপি নুরুদের সংগঠন “ছাত্র অধিকার পরিষদ”র আহব্বায়ক কমিটি ঘোষণা

-প্রেস রিলিজঃ-

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, “লালমাই”-উপজেলার সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী(৩) মাসের জন্য “আহ্বায়ক” কমিটি ঘোষনা করা হয়েছে।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কুমিল্লা জেলা সভাপতি তাহমিনা আক্তার ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তীতে এ তথ্য জানানো হয়।

এতে
আহ্বায়ক : ইমদাদ সাগর
যুগ্ম আহবায়ক:
১.মেসবাহ উদ্দিন,
২. জামাল হোসাইন
৩. শামিম খান
৪. আতিকুল ইসলাম
সদস্যসচিব: মোঃ কবির হোসেন নিরব যুগ্ম সদস্য সচিব:
১.মোঃ আরিফুল ইসলাম
২.জোবায়ের হোসাইন
৩. নাহিদুজ্জামান হাবিব
৪.সাকিবুল ইসলাম

এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে
১. মোঃ সোলাইমান
২. মো: আফজাল হোসাইন আবির,
৩. মোঃ জয় কে
সদস্য করে আগামী তিন(৩) মাসের জন্য কার্যনির্বাহী কমিটির অনুমোদন দিয়ে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।
নবগঠিত কমিটি নিয়ে অনুভূতি জানতে চাইলে কুমিল্লা জেলা সভাপতি তাহমিনা আক্তার বলেন- সততা,নিষ্ঠা ও সকল বাধাবিপত্তি অপ্রতিরোধ্য ভাবে অতিক্রম করে প্রতিটি মানুষের অন্তরে স্থান করে নিয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

সেই সাথে, মহান মুক্তিযুদ্ধের অঙ্গীকার- সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে এগিয়ে যাবে, এইটাই আমাদের একান্ত কাম্য।

     আরো পড়ুনঃ

পুরাতন খবর:

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১