আবু নোমান (১৭) নামের একটি ছেলে ১৫ ডিসেম্বর ২০২০ (মঙ্গলবার) তার নানাবাড়ি লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রাম থেকে আসার পথে একটি ভ্যান গাড়ি সহ নিখোঁজ হয়।তাৎক্ষণিকভাবে আশপাশের সম্ভাব্য সব স্থানে খোঁজ করেও ছেলেটিকে পাওয়া যায়নি। তার সন্ধান চেয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করা হচ্ছে।
আবু নোমান কিছুটা বাক প্রতিবন্ধী, মুখমণ্ডল গোলাকার, গায়ের রঙ ফর্সা,চুল ছোট, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। তার পড়নে ছিল লাল গেঞ্জি ও লুঙ্গী।নোমানের ঠিকানা – গ্রাম- আটিটি, পোঃ- আটিটি বাজার, থানা- লালমাই, জেলা- কুমিল্লা।
বিস্তারিত জানিয়ে ছেলেটির পিতা আনোয়ার হোসেন লালমাই থানায় সাধারণ ডায়রি করেছেন (জিডি নম্বর:৬১৯/১৮-১২-২০২০)।
কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটির সন্ধান পেয়ে থাকলে এই মোবাইল ( ০১৭৬৬-৭৭৩১৩০) নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা যাচ্ছে।
আরো পড়ুনঃ